Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ড

১। পরিবার পরিকল্পনা , মা ও শিশু স্বাস্থ্য খাতে  ২০২৪ সালে অর্জিত সাফল্য পাবনা জেলা :

   জেলার মোট জনসংখ্যা ২৮৭১৩৯৩ জন

   পুরুষ : ১৪৬০৬৩১ জন, মহিলা : ১৪১০৭৬২  জন । মোট জনসংখ্যা বিপরিতে সক্ষম দম্পতি ৬১৯১৭১ জন এবং হার ২১.৫৬%,

   পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা ৪৭৬৯৮৮ জন এবং পদ্ধতি গ্রহণকারীর হার ৭৯.৪০% ।


২। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের ডিজিটালাইজেশন করার লক্ষ্যে পাবনা জেলা ও উপজেলা পর্যায়ের অফিসসমুহে

    নিয়মিত ডিজিটাল এ্যটেন্ডেন্ট এর আওতায় আনা হয়েছে।


৩। পাবনা জেলায় ৫৯ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা নরমাল ডেলিভারী সহ ০৯ টি মডেল  ইউনিয়ন স্বাস্থ্য ও

    পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়মিত স্বাভাবিক ডেলিভারী সেবা চালু রয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে ১ম থেকে ৫ম ধাপ পর্যন্ত সকল

    ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-কে মডেল সেবা কেন্দ্র হিসাবে ঘোষণা করা হবে।


৪। কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেনতা বৃদ্ধি ও সেবা প্রদানের জন্য কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার চালু করা হয়েছে।


৫। আইইএম ইউনিট হতে প্রকাশিত ও নির্মিত বিভিন্ন ধরণের সেবা আইইসি উপকরণ সংরক্ষণ ও ব্যবহারের জন্য ডিজিটাল আর্কাইভ

    গড়ে তোলা হয়েছে এবং অনলাইন সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে।


৬। পাবনা জেলায় ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি, মা ও শিশু স্বাস্থ্য ও কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য

    সেবা সম্পর্কে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে কার্য্ক্রম গ্রহণ করা হয়েছে।


৭। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী এমএসআর ও অন্যান্য সরবরাহ, সেবা যুগোপযোগী করতে এবং ক্রয়/সংগ্রহ প্রক্রিয়ার অগ্রগতি ট্র্যাকিং করার জন্য

    web-based supply Chain Management Portal ব্যবহার নিশ্চিত করা হয়েছে।


৮।  পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের মাধ্যমে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও কাউন্সিলিং সংক্রান্ত তথ্য ও উপকরণ সমৃদ্ধ

     ই- টুলকিড এর ব্যবহার শুরু হয়েছে।


৯। পরিবার পরিকল্পনায় স্থায়ী ও দীর্ঘা মেয়াদী পদ্ধতি গ্রহণে উৎসাহিত করার জন্য পাবনা জেলায় ০৯ টি উপজেলাতেই ক্লায়েন্ট ফেয়ার

    গ্রহিতা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


১০। গর্ভবর্তী মায়েদের মোবাইলে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এএনসি,ডেলিভারী, পিএনসি সেবা গ্রহণের জন্য উদ্ধুদ্ধ করা হয়।